অন্যান্য সময় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি কৃষি জমির মালিক বিল গেটস
১৬-০১-২০২১, ২২:২৯
অন্যান্য সময় ডেস্ক

যুক্তরাষ্ট্রে বেসরকারিভাবে সবচেয়ে বেশি কৃষি জমির মালিক মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। দেশটিতে ২ লাখ ৪২ হাজার একর কৃষি জমির মালিক তিনি। সম্প্রতি দ্য ল্যান্ড রিপোর্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের মালিকানায় এসব কৃষিজমি আছে। তাদের মালিকানায় লুইজিয়ানায় ৬৯ হাজার ৭১ একর, আরকানাসে ৪৭ হাজার ৯২৭ একর ও নেব্রাস্কায় ২০ হাজার ৫৮৮ একর কৃষিজমি রয়েছে।
বিল গেটস যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি কৃষি জমির মালিক হলেও, সবচেয়ে বেশি জমির মালিকানা থেকে এখনও অনেক দূরে আছেন তিনি। দ্য ল্যান্ড রিপোর্টে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বৃহত্তর জমির মালিকানায় ১০০ জনের তালিকায় ২২ লাখ একর জমি নিয়ে শীর্ষে আছেন বিলিওনেয়ার ব্যবসায়ী জন মেলোন। কৃষিজমি ছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে আরও কয়েক হাজার একর জমির মালিক বিল গেটস।
দ্য ল্যান্ড রিপোর্টের এ তালিকায় গেটস পরিবারের পরেই আছে অফাট পরিবার। এ পরিবারটি ১৯৬৪ সাল থেকেই কৃষিকাজে জড়িত। তাদের মালিকানায় কৃষিজমি রয়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার একর। ওয়ান্ডারফুল কোম্পানি নামের বিনিয়োগ ফার্মের মালিকানায়ও আছে প্রায় ১ লাখ ৯০ হাজার একর জমি।