পশ্চিমবঙ্গ ভারতে টিকাদান কর্মসূচির উদ্বোধন
১৬-০১-২০২১, ২১:৩৬
সুব্রত আচার্য

ভারতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় গণটিকার কর্মসূচি। আগামী জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, প্রথম দফায় বিনামূল্যে দেয়া হচ্ছে ৩ কোটি ডোজ।
কাশ্মির থেকে কন্যা কুমারী আসমুদ্র হিমালয়- ভারতের ৩৭ রাজ্যে একযোগে চলছে করোনার টিকাদান কর্মসূচি। দেশটির ৩ হাজার ৬টি প্রতিষেধক কেন্দ্রে শনিবার (১৬ জানুয়ারি) ১০০ জন করে টিকা নেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সাতদিনে ভারতজুড়ে ৭০ লাখ করোনাযোদ্ধাকে টিকার আওতায় আনা হবে। প্রথম দিন টিকা প্রদানের পর এখনও পাওয়া যায়নি কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর।
এর আগে দিল্লির রাজীব গান্ধী হাসপাতালে এক পরিচ্ছন্নকর্মী টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয় ভারতের ভ্যাকসিনেশন কার্যক্রম। এসময় আবেগপ্রবণ হয়ে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'টিকা অবশ্যই নিতে হবে। আমরা আর কাউকে হারাতে চাই না। টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনাকে জয় করতে পারব।'
এদিকে করোনার টিকা নিয়েও রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের চাহিদা অনুযায়ী কেন্দ্র টিকা সরবারহ করেনি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা সরকার প্রয়োজনীয় সংখ্যক প্রতিষেধক কেন্দ্র স্থাপন করেনি বলে পাল্টা অভিযোগ পশ্চিমবঙ্গ বিজেপির।