খেলার সময় মেঘ-বৃষ্টিতে মুক্তি খুঁজছে লঙ্কানরা
১৬-০১-২০২১, ২১:২৬
খেলার সময় ডেস্ক

সিরিজের ১ম টেস্টের তৃতীয় দিনের খেলাও পুরোপুরি হয়নি। আলোকস্বল্পতার কারণে আগেভাগেই বন্ধ করতে হয়েছে খেলা। আগের দিনও বৃষ্টির কারণে পুরো দিনের খেলা হয়নি। এসবই এখন আশীর্বাদ হয়ে আসছে স্বাগতিক শ্রীলঙ্কার জন্য। নতুবা ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্টটা যে বাঁচানো দুঃসাধ্যই হয়ে যেত তাদের জন্য!
৩য় দিন শেষে ১৩০ রানে পিছিয়ে আছে লঙ্কানরা। নিজেদের ১ম ইনিংসে ৪২১ রান সংগ্রহ করেছে ইংলিশরা। জবাব দিতে নেমে ২ উইকেটে ১৫৬ রান নিয়ে দিনশেষ করেছে শ্রীলঙ্কা। এর আগে নিজেদের ১ম ইনিংসে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় লঙ্কা।
গলে আগের দিনের ৪ উইকেটে ৩২০ রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট আর বাটলারের ব্যাট হেসেছে এদিনও। ৩০ রান করে আউট হন বাটলার।
অবশ্য এরপর একটা ঝড় বয়ে যায় ইংলিশ ব্যাটিং লাইনআপে। স্যাম কুরান, জ্যাক লিচ দু'জনেই আউট হন রানের খাতা খোলার আগে।
লোয়ার অর্ডারের ব্যর্থতার মুখেও নিজের ডাবল সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি ইংলিশ অধিনায়ক জো রুট। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি খেলেন ২২৮ রানের ঝলমলে একটা ইনিংস।
ইংলিশরা থামে ৪২১ রানে। ফলে তাদের লিড দাঁড়ায় ২৮৬ রানের।
পাহাড়সমান লিডের মুখে পড়েও আগের ইনিংসের মতো ভেঙে পড়েনি লঙ্কানরা। উদ্বোধনী জুটিতেই তারা পায় ১০১ রান। দুই ওপেনার কুশল পেরেরা ও লাহিরু থিরিমান্নে তুলে নেন ফিফটি। পেরেরা আউট হন ৬২ রান করে।
এবারও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারলেন না কুশল মেন্ডিস। তবে গোল্ডেন ডাকের হাত থেকে রক্ষা পেয়েছেন। টানা ৪ ইনিংসে শুন্য রানে আউট হওয়ার পর, এদিন করেছেন ১৫ রান।
থিরিমান্নে অপরাজিত আছেন ৭৬ রানে। আলোক স্বল্পতা দেখা দেয়ায়, আগেভাগেই দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।