বাণিজ্য সময় ইউনিয়ন ইন্সুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
১৬-০১-২০২১, ১৯:৫০
ঈষিতা ব্রহ্ম

ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে
সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু।
সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী, পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন, পরিচালক বিবি ওয়াজেদা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ক্লেইম কমিটর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোজাফফর হোসেন পল্টু বলেন, বীমা শিল্পের উন্নয়নে সরকারের ভূমিকা প্রশংসনীয়। সভায় ২০২০ সালের ব্যবসায়িক অর্জনে সন্তোষ প্রকাশ করা হয় এবং ২০২১ সালের করণীয় নির্ধারণসহ ব্যবসার অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।