বাংলার সময় জমি নিয়ে দ্বন্দ্বে যুবককে হত্যা, রক্তমাখা কুড়াল উদ্ধার
১৬-০১-২০২১, ১৮:০৫
মো. তরিকুল ইসলাম

খুলনার রূপসায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিদুল মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে রূপসার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। মহিদুল আনন্দনগরের ছহির উদ্দিন মোল্লার ছেলে। এদিকে, হত্যায় ব্যবহৃত রক্তমাখা কুড়াল উদ্ধার করেছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। ঘটনার সময় মহিদুল মোল্লা বিরোধপূর্ণ জমি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয়। এসময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয় মহিদুল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহিদুল মারা যান বলেও জানান মোল্লা জাকির হোসেন।