মহানগর সময় মারধরের ঘটনায় লিখিত অভিযোগ ছাত্রলীগ নেত্রীর
১৬-০১-২০২১, ১৭:৫২
মহানগর সময় ডেস্ক

থানায় লিখিত অভিযোগ করেছেন মারধরের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক (এজিএস) ও হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ থানায় মারধরের ঘটনায় যুক্ত নিজ সংগঠনের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ করেন ছাত্রলীগের এই নেত্রী। অভিযোগপত্র গ্রহণ করেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ থানায় মারধরের ঘটনায় যুক্ত নিজ সংগঠনের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ করেন ছাত্রলীগের এই নেত্রী। অভিযোগপত্র গ্রহণ করেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রাতে সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা নিজ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে ডেকে নিয়ে মারধর করেন।
এ ঘটনায় থানায় করা লিখিত আভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, ছাত্রলীগ নেতা শাহজালাল, এনামুল ও তানসেন।
অভিযোগকারী ফাল্গুনী দাস তন্বী গণমাধ্যমকে জানান, স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজের ওপর হামলাকারীদের বিচারের জন্য লিখিত অভিযোগ করেছি।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার জানান, তিনি একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা একজন এসআইকে দায়িত্ব দিয়েছি অভিযোগের সত্যতা যাচাই করতে। প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেলে মামলা হিসেবে গ্রহণ করা হবে এই লিখিত অভিযোগ।