বাংলার সময় আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বা নারী দগ্ধ
১৬-০১-২০২১, ১৬:৪৬
সাকির হোসেন বাদল

নীলফামারীর সৈয়দপুরে শীত নিবারণে আগুন জ্বালিয়ে তাপ নিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাকে গুরুতর অবস্থায় প্রথমে রংপুর মেডিকেলে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকাস্থ বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার ফেরি করে মাছ বিক্রেতা মাসুদের স্ত্রী লিসা (২৫) রান্না ঘরেই চুলায় আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এসময় গায়ের চাদরে আগুন লেগে যায়। এতে সে মারাত্মকভাবে দগ্ধ হয়। তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক দ্রুত তাকে ঢাকাস্থ বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সে অনুযায়ী তাকে ঢাকা প্রেরণ করা হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মাছ বিক্রেতা মাসুদ জানান, সকাল বেলা আমার স্ত্রী চুলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিল। এমন সময় গায়ের চাদরে আগুন লাগায় সে দগ্ধ হয়। তার শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ায় তাকে চিকিৎসক ঢাকায় নেওয়ার কথা জানিয়েছে।
এদিকে স্ত্রীর চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়ে মাসুদ জানান, আমার পক্ষে ঢাকায় রেখে চিকিৎসা করার মতো সামর্থ নেই। কোনো রকম মাছ বিক্রি করে সংসার চলে। সরকারি সহযোগিতা বা বিত্তবানদের সাহায্য ছাড়া আমার স্ত্রীর চিকিৎসা করা সম্ভব নয়। তাই সবার সহযোগিতা কামনা করছি।