তথ্য প্রযুক্তির সময় ফাইভজি কভারেজে প্রথম দেশ বাহরাইন
১৬-০১-২০২১, ১৪:১৭
তথ্য প্রযুক্তির সময়

উপসাগরীয় দেশ বাহরাইন প্রবেশ করেছে স্ট্রিমিং, গেমিং ও সাপ্লাই চেইন প্রযুক্তির নতুন যুগে। ইতোমধ্যে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট ফাইভজি ছড়িয়ে পড়েছে দেশটির সমগ্র প্রান্তে। উচ্চগতির পরিষেবাটি অ্যাক্সের অর্থাৎ ব্যবহার করতে সক্ষম দেশটির ১৫ লাখ জনসংখ্যার প্রত্যেকেই। খবর অ্যারাবিয়ান বিজনেস।
দেশজুড়ে ফাইভজি নেটওয়ার্কের এ বিস্ফোরণ মহামারি পরবর্তী যুগে বিশ্বের জায়ান্ট প্রযুক্তি সংস্থাগুলোকে আকৃষ্ট করবে এমনটাই প্রত্যাশা বিনিয়োগ বিশেষজ্ঞদের।
দেশজুড়ে ফাইভজি নেটওয়ার্কের এ বিস্ফোরণ মহামারি পরবর্তী যুগে বিশ্বের জায়ান্ট প্রযুক্তি সংস্থাগুলোকে আকৃষ্ট করবে এমনটাই প্রত্যাশা বিনিয়োগ বিশেষজ্ঞদের।
মাত্র ১০ বছরের ব্যবধানে ২০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে দেশটির টেলিকম সেক্টর। বাহরাইনে জিডিপির ৩ শতাংশ সরবরাহ করছে আইসিটি খাত।
এদিকেম দেশটির পরবহন ও টেলিযোগাযোগমন্ত্রী কামাল বিনি আহমেদ মোহাম্মদ জানান, বাণিজ্যিক ফাইভজি পরিষেবাগুলোর প্রাপ্যতা ও স্থাপন নিশ্চিতকরণ, পরবর্তী প্রজন্মের আইসিটি পরষেবায় প্রস্তুতি বাড়ানো হবে। এমনকি বৈশ্বিক নেতাদের সঙ্গে এ সেক্টরে দেশটির অবস্থান বজায় রাখতে নিরন্তর চেষ্টা করবে বলেও জানান তিনি।
ধারণা করা হচ্ছে, আগামী ২০২৩ সালের মধ্য বিশ্বজুড়ে ফাইভজি সংযোগ থাকবে ১০০ কোটিরও বেশি।