বাণিজ্য সময় কিশোরগঞ্জে হাটবাজারে কমেছে সবজির দাম, লোকসানে কৃষকরা
১৬-০১-২০২১, ১১:৪৪
নূর মোহাম্মদ
কিশোরগঞ্জের পাইকারি হাটবাজারে বেড়েছে শীতকালীনসহ সব ধরনের সবজির সরবরাহ। ফলে দামও কমেছে। এতে পাইকার ও খুচরা বিক্রেতারা লাভবান হলেও লোকসানে কৃষকরা।
সকাল সকাল সবজি কেনাবেচার ধুম পড়ে কিশোরগঞ্জের বড় বাজারে। জমি থেকে তুলেই টাটকা শিম, ফুলকপি, লাউ, বরবটিসহ নানা ধরনের সবজি কৃষকরা নিয়ে আসেন হাটে। দূর-দূরান্তের পাইকার ও খুচরা বিক্রেতা ছাড়াও সাধারণ ক্রেতারাও ভিড় করেন সবজি কিনতে।
বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দাম কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও লোকসান গোনার কথা বলছেন বিক্রেতারা।
শীম ২৫ টাকা, ফুলকপি ২০ টাকা, আলু ২০ টাকা, মুলা ১০ টাকা, লাউ প্রতিটি ২০ থেকে ২৫ টাকা, বেগুন ১৫ টাকা, করলা ৫০ টাকা ও কাঁচামরিচ ৬০ টাকা ও টমেটো ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বড় বাজারের ৫০টি আড়তে প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ টাকার সবজি কেনাবেচা হয় বলে জানায় আড়ত কমিটি।
শত বছরের পুরনো এ বাজারে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কেনাবেচা চলে।