মহানগর সময় রাজধানীতে তিন লাখ জাল টাকাসহ আটক ২
১৫-০১-২০২১, ২০:০৮
মহানগর সময় ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুই লাখ ৯০ হাজার টাকার জাল নোটসহ দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে দুই লাখ ৯০ হাজার টাকার জাল নোটসহ দু’জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- খোকন মিয়া (৪৮) ও মৌসুমী আক্তার (২৯)। তারা জাল টাকা সরবারহকারী চক্রের সদস্য বলে জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবারহ আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানায় র্যাব।