অন্যান্য সময় হাসপাতালের বেডে কুকুরের ঘুম, ভিডিও ভাইরাল
১৫-০১-২০২১, ১৬:৩৮
অন্যান্য সময় ডেস্ক

ভারতের যোগীর রাজ্যে স্বাস্থ্য সেবার বেহাল দশা আরো একবার সামনে এল। মোরাদাবাদ জেলার একটি সরকারি হাসপাতালের ভিডিও বুধবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের রোগীদের বিছানায় রাস্তার একটি কুকুর আরামে শুয়ে আছে।
স্থানীয়রা অবশ্য এটিকে পরিচিত দৃশ্যই বলেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই তদন্তে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হাসপাতালের তিনতলায় রয়েছে মহিলাদের সার্জিক্যাল ওয়ার্ড। সেখানকার ২৮ নম্বর বেডে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখা গেছে ওই কুকুরটিকে। স্থানীয়রা বলছেন, হাসপাতালে প্রায়ই কুকুর ঘুরে বেড়ায়। সুযোগ পেলে বিভিন্ন বিভাগেও ঢুকে পড়ে।’ পরিচ্ছন্নতার অভাব এবং খারাপ ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করছেন তারা।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদফতর। মোরাদাবাদের প্রধান মেডিকেল অফিসার এমসি গর্গ বলেন, ‘ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’