তথ্য প্রযুক্তির সময় অটো প্রাইভেট হয়ে গেছে অনূর্ধ্ব ১৬ টিকটকাররা!
১৫-০১-২০২১, ০৮:০৫
তথ্য প্রযুক্তির সময়

স্বয়ংক্রিয়ভাবে পাবলিক থেকে প্রাইভেট করে দেওয়া হয়েছে চীনভিত্তিক বহুল জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যাকাউন্ট। অবাক হওয়ার কিছু নেই। যেসব টিকটক ব্যবহারকারী বা টিকটকারদের বয়স ষোলোর নিচে এমন অ্যাকাউন্টগুলোকে প্রাইভেট করেছে কর্তৃপক্ষ। খবর ভার্জ।
সম্প্রতি এই অ্যাপটিতে শিশু-কিশোরদের নিরাপত্তা বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসব অ্যাকাউন্টে ১৩ থেকে ১৫ বছর বয়সী যারা যুক্ত আছে কেবল তারাই সেসবের ভিডিও দেখতে বা প্রতিক্রিয়া জানাতে পারবে। অন্যরা এ সুযোগ পাবে না।
টিকটকের প্রাইভেসি বিভাগের প্রধান ইলানি ফক্স জানিয়েছেন, ‘ব্যক্তিগত গোপনীয়তা আরও সুসংহত করার ফলে অনেকেই (টিকটকে) আগ্রহী হবে এবং এই অনলাইন যাত্রায় সচল হবে।’