মহানগর সময় ছিনতাইকারী ধরলেন ট্রাফিক সার্জেন্ট
১৪-০১-২০২১, ২১:১৩
সময় নিউজ প্রতিবেদক

রাজধানীর গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার ট্রাফিক পুলিশ বক্সের কাছ থেকে ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের সার্জেন্ট হাছানুজ্জামান।
বুধবার (১৩ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. আকাশ ওরফে বরিশাইল্লা সাগর (২৫)। এ সময় তার হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া কানের সোনার দুল উদ্ধার করা হয়।
মতিঝিল বিভাগের সার্জেন্ট হাছানুজ্জামান জানান, বুধবার (১৩ জানুয়ারি) আড়াইটায় ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশে মেয়র হানিফ ফ্লাইওভার ট্রাফিক পুলিশ বক্সের কাছে আসলে গ্রেফতারকৃত আকাশ ভিকটিমের ডান কানে থাকা সোনার দুল ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় জনগণের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিমের কানে জখমপ্রাপ্ত হয়। ট্রাফিক পুলিশ ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গ্রেফতারকৃত আকাশকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা জানান।
এ ঘটনায় ভিকটিমের ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।