বাংলার সময় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে
১৪-০১-২০২১, ১৭:৫৩
রতন সরকার

রংপুরের হাজিরহাটে স্ত্রী ও ছেলের বিরুদ্ধে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে এমন অভিযোগ করেছেন নিহতের মা সখিনা বেগম। অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পু্লিশ।
সখিনা বেগম অভিযোগ করেন, ঘরে তালা দিয়ে স্ত্রী আরজাহান বেগম ও ছেলে আতাউর গত ৯ জানুয়ারি বেড়াতে যান। সাইফুর রহমান কাজ থেকে ফিরে কয়েক ঘণ্টা ঘরে ঢুকতে না পেরে ক্ষিপ্ত হন। দীর্ঘক্ষণ পর তারা ফিরে এলে সাইফুর তাদের বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুরের ছেলে ও স্ত্রী ঘরের দরজা বন্ধ করে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরদিন ১০ জানুয়ারি অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ জানুয়ারি রাতে সাইফুর মারা যান।
রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের পর অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি ইউডি মামলা করা হবে, ময়নাতদন্তে হত্যা প্রমাণিত হলে তখন উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।