বাংলার সময় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে
১৪-০১-২০২১, ১৭:৪০
মো. মনির হোসেন বাদল

পটুয়াখালীতে নুরুল হক মোক্তার (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী এক গৃহপরিচারিকা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বহু নাটকীয়তার পর বুধবার (১৪ জানুয়ারি) সকালে ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। শিশুটির মেডিকেল পরীক্ষার পর জবানবন্দির জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী শিশুটি নুরুল হক মোক্তারের কলাতলার বাড়িতে গৃহপরিচারিকার কাজ অনেকদিন ধরে। গত বছরের ১১ ডিসেম্বর রাতে নুরুল হক ওই শিশুটির কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি নিয়ে স্থানীয় স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ প্রভাবশালীরা মীমাংসার চেষ্টা করে এবং শিশুটিকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায়। এতদিন জীবননাশের ভয়ে শিশুটি কাউকে কিছু জানায়নি। বুধবার শিশুটি তার মাকে ধর্ষণের বিষয়টি জানালে তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।
পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, অভিযুক্ত নুরুল হক মোক্তারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।