মহানগর সময় যুক্তরাজ্য থেকে ফিরলেন ৪২ যাত্রী, থাকতে হবে কোয়ারেন্টিনে
১৪-০১-২০২১, ১২:৫৪
মহানগর সময় ডেস্ক

যুক্তরাজ্য থেকে ফিরেছেন আরো ৪২ জন যাত্রী। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৪২ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানে থাকা যাত্রীদের মধ্যে ৩২ জন সিলেটের এবং ১০ জন ঢাকার যাত্রী।
বিমানবন্দরে নামার পর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানোর প্রস্তুতি চলছে।
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনার সংক্রমণ বৃদ্ধির পর যুক্তরাজ্যফেরত সব যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনার অংশ হিসেবেই তাদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। কোয়ারেন্টিনের জন্য সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি হোটেল নির্ধারণ করা হয়েছে।
এদিকে বাকি ১০ যাত্রী নিয়ে ফ্লাইটটি আবার সিলেট থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গেছে।