বাংলার সময় কিশোরী ধর্ষণের অভিযোগে মোটরসাইকেল চালক আটক
১২-০১-২০২১, ১২:২৭
এস বাসু দাশ

বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আলা উদ্দিন (৩৫) নামের এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার নিজ বাড়ি থেকে গত সোমবার সকালে এই কিশোরী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় মোটর সাইকেল চালক মো. আলাউদ্দিন কিশোরীকে চকরিয়া নিয়ে যাবে বলে তার মোটর সাইকেলে উঠতে বলে। ওই কিশোরী মোটর সাইকেলে উঠলে চকরিয়া না নিয়ে নিতাবনিয়া এলাকার মর্তুজার রাবার বাগানে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার সময় কিশোরীর চিৎকারে বাগানের এক নারী শ্রমিক এগিয়ে গেলে আলা উদ্দিন পালিয়ে যায়। পরে রাত ৯ টার দিকে কিশোরী তার স্বজনদের নিয়ে থানায় গিয়ে আলা উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় আলা উদ্দিনকে আটক করা হয়েছে।