বাংলার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ৪ নাগরিক আটক
১০-০১-২০২১, ২২:৫২
মোফাখখারুল ইসলাম মজনু

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের ৪ নাগরিককে আটক করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া বর্ডার গার্ড বাংলাদেশে- বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।
রোববার (১০ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমের সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে রোববার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ ঘটায় তারা। পরে তারা ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ভারতীয় কুচবিহার জেলার শীতলকুচি এলাকার জাহেদুল ইসলামের ছেলে আমির হোসেন বুলেট (২০), ইনছার আলীর ছেলে জয়নাল আবেদী (৪৫), মজিবুরের ছেলে আলমগীর হোসেন (২০) ও তৈয়ব আলীর ছেলে রেজাউল মিয়া (২০)।
জিজ্ঞাসাবাদে বাংলাদেশে অনুপ্রবেশের বৈধ কোনো কারণ বা কাজগপত্র দেখাতে পারেননি ওই চারজন। তবে তাদের সহযোগিতা দেওয়ার অভিযোগে রেজাউল করিম (২৫) নামে এক বাংলাদেশিকে আটক করে বিজিবি। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের অধিবাসী বলে জানায় তারা।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন দইখোয়া ক্যাম্পের সুবেদার হারুন অর রশিদ জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদের হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে।