প্রবাসে সময় মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশির কারাদণ্ড
০৬-০১-২০২১, ১৭:১৮
প্রবাস সময় ডেস্ক

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে এক বাংলাদেশিকে এক বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশটির তেরেংগানুর আদালতের বিচারক জামাল উদ্দিনের কাছে ঘুষের অপরাধ স্বীকার করায় ২৭ বছর বয়স্ক মাহবুব আলমকে এ দণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর তেরেংগানুর কেমামান হাসপাতালে কর্মরত অবস্থায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে মাহবুব আলম আটক হন। এ সময় নিজেকে মুক্ত করতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে সাড়ে ২২ হাজার টাকা ঘুষ দেন তিনি।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন-২০০৯ এর ১ ১৭ (খ) এর অধীনে তাকে অভিযুক্ত করা হয়। ওই আইনে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ঘুষের পরিমাণের ন্যূনতম পাঁচগুণ জরিমানার বিধান রয়েছে।