পশ্চিমবঙ্গ ‘সংবাদ করা যাবে না’ বলেই সাংবাদিককে কষে থাপ্পড়
০৬-০১-২০২১, ০৩:৩২
ওয়েব ডেস্ক

সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে এক সাংবাদিককে কষে থাপ্পড় দিয়েছেন তৃণমূল বিধায়ক! এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।
ভারতের জলপাইগুড়ির ময়নাগুড়িতে এ ঘটনাটি ঘটেছে।
ঘটনাটি ঠিক কী? ময়নাগুড়ি শহরের ফুটবল মাঠে মঙ্গলবার জিমের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সরকারি উদ্যোগে তৈরি হয়েছে ওই জিমটি। স্থানীয় তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীই শুধু নন, উদ্বোধনে অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা।
সাংবাদিক সোমনাথ চক্রবর্তীর দাবি, সোমবার ময়নাগুড়ির জল্পেশ মন্দির এলাকায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক। সেখানে দলের স্থানীয় নেতৃত্বে বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
তিনি বলেন, এলাকার কোনও অনুষ্ঠানে তাকে ডাকা হয় না। এরপর যথারীতি সেই খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।
সাংবাদিকদের অভিযোগ, ওই খবরটি করার জন্যই প্রথমে জিমের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে ডেকে হুমকি দেন বিধায়ক অনন্তদেব অধিকারী। এরপরই প্রকাশ্যে সপাটে গালে থাপ্পড় কষিয়ে দেন তিনি!
সাফ জানিয়ে দেন, এই ধরণের কোনও খবর করা যাবে না। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশটির রাজনৈতিক মহলে। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।
অভিযুক্ত বিধায়ক অনন্তদেব অধিকারীর দাবি, ‘ওই সাংবাদিক আমার বিরুদ্ধে মিথ্যা খবর করেছে। যে ভাষায় লিখেছে, তা দেখে কারও মাথার ঠিক থাকবে না। কিন্তু আমি চড় মারিনি।’
সূত্র: জি নিউজ