বাংলার সময় লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
০৬-০১-২০২১, ০০:০০
মোফাখখারুল ইসলাম মজনু

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর তিনটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে কিছু শ্রমিক ওই গোডাউনে কাজ করছিলো। হঠাৎ গোডাউন থেকে কালো ধোয়া বেড় হতে দেখা যায়। তারপর তারা ভিতরে ঢুকে গোডাউনে আগুন লাগার ঘটনা প্রত্যক্ষ করে। এ অবস্থায় খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। টানা এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের ভিতরে ট্রাক্টরের যন্ত্রাংশ, পুরনো কাগজপত্র ও অন্যান্য পণ্য সামগ্রী ছিল। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগন তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি।
তবে লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
কৃষি সম্প্রসারণ উপ পরিচালক শামীম আশরাফ জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে আমরা নিশ্চিত হতে পারিনি এখনো।