বাংলার সময় জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
৩০-১২-২০২০, ২১:৫৪
জাহাঙ্গীর আলম

টানা পাঁচ দিনের কর্মবিরতির পর জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় হাসপাতালের প্রশাসনিক ভবনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঘোষিত ৪ দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান।
গত ২৫ ডিসেম্বর জামালপুর জেনারেল হাসপাতালে শহরের ইকবালপুর গ্রামের করিমন (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর স্বজনরা জরুরি বিভাগে হামলা, ভাঙচুর এবং চিকিৎসকদের মারধর করার ঘটনা ঘটে। এরপর ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ এবং ৮ ইন্টার্ন চিকিৎসককে আটক করে। এ ঘটনার জের ধরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ২৫ ডিসেম্বর থেকে ৪ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছিলেন।