প্রবাসে সময় আয়ারল্যান্ডে শুরু হলো ভ্যাকসিন, খুশি প্রবাসী বাংলাদেশিরাও
৩০-১২-২০২০, ০৩:৩৯
সৈয়দ জুয়েল

আয়ারল্যান্ডে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ফাইজার ও বায়োএনটেকের মাত্র দশ হাজার ডোজ আসলেও শিগগিরই দ্বিতীয় চালান আসবে দেশটিতে। ভ্যাকসিন কার্যক্রমের খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।
সত্তোরর্ধ্ব এক নারীর শরীরে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে আয়ারল্যান্ডে শুরু হলো করোনার প্রথম ধাপের টিকা কার্যক্রম। বিউমন্ট, সেন্ট, কর্ক ও গলওয়ে ইউনিভার্সিটি হাসপাতাল, এ চারটি স্থানে প্রাথমিক ভাবে শুরু হয়েছে ভ্যাকসিন দেয়ার কাজ।
ফাইজার ও বায়োএনটেকের দশ হাজার ডোজের ভ্যাকসিনের প্রথম দিকে বয়স্ক ও স্বাস্থ্যকর্মীরা পাবেন টিকা। ধীরেধীরে পাবেন অন্য নাগরিকরাও। সরকারি এ সিদ্ধান্তে ভ্যাকসিন দেয়ার খবরে স্বস্তিতে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
একজন প্রবাসী বাংলাদেশি বলেন, আয়ারল্যান্ডের সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকজন বলেন, আশা করি ভ্যাকসিন নিয়ে আমরা ২০২১ সালে আনন্দে জীবন কাটাতে পারব।
এদিকে আয়ারল্যান্ডের ভ্যাকসিন রোলআউট টাস্কফোর্সের চেয়ারম্যান অধ্যাপক ব্রায়ান ম্যাকক্রাইথ জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশের সমস্ত নার্সিং হোমেও শুরু হবে টিকাদান কর্মসূচি।