প্রবাসে সময় বিজয় দিবস উপলক্ষে স্পেন ছাত্রলীগের আলোচনা সভা
২৯-১২-২০২০, ২১:৩৩
সাইফুল আমিন

স্পেনে মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদযাপন করেছে স্থানীয় ছাত্রলীগ। এ উপলক্ষে সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্পেন ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজীর সভাপতিত্বে মো. সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামীলীগের সভাপতি এস.আর.আই.এস রবিন এবং সাধারণ সম্পাদক রিজভী আলম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন তারা।
কোরআন থেকে তেলওয়াত মাধ্যমে সভায় মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথি ও প্রধান বক্তা বক্তব্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রাখতে স্পেন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
স্পেন ছাত্রলীগ স্থানীয় আওয়ামীলীগের মূল ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এছাড়া, সভায় বক্তব্য দেন স্পেন ছাত্রলীগ নেতা মো. আল আমিন আহমেদ, মাসুম শেখ, মুকুল মজুমদার, মিলন সরকার, শাকিল, সাগরসহ অনেকে।
সভাপতির বক্তব্যে হানিফ মিয়াজী কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্দেশে বলেন, স্পেন ছাত্রলীগ মূল ধারার আওয়ামী লীগ এবং কমিউনিটির বিভিন্ন কাজে সেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতে যদি স্পেন ছাত্রলীগের একটি সাংগঠনিক কমিটি প্রদান করা হয় তাহলে আমরা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো।
স্পেন ছাত্রলীগকে আরও গতিশীল করতে উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত সাংগঠনিক কমিটি প্রদানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান।
সবশেষে ১৫ আগস্ট নিহত জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।