প্রবাসে সময় মালয়েশিয়ায় গরুর ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশির
২৩-১২-২০২০, ১৭:১৪
মোহাম্মদ আবদুল কাদের

মালয়েশিয়ায় গরুর সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আলি সেলিম (২৮) নামে এক বাংলাদেশি মোটরসাইকেল আরোহী। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দেশটির পাহাং রাজ্যের জালান মেরাপোহ-কেম সুঙ্গাই রেলাউ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, নিহত মোহাম্মদ আলি সেলিম ও তার বন্ধু মোহাম্মদ শাহ আলম কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে কেম সুঙ্গাই রেলাউর তাদের বাসার উদ্দেশে যাচ্ছিলেন। হঠাৎ একটি গরু দৌড়ে সামনে চলে এলে মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম। নিহত সেলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় এক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপর বাংলাদেশি মোহাম্মদ শাহ আলমের বাম হাত ভেঙে যাওয়ায় তাকে কেলানতানের গুয়া মুসাং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ধারা ৪১ (১)-এর অধীনে আরো তদন্ত করা হচ্ছে বলে জানায় স্থানীয় পুলিশ।