পশ্চিমবঙ্গ ভারতে কৃষি আইনের প্রতিবাদে শিখ পুরোহিতের আত্মহত্যা
১৭-১২-২০২০, ১১:১৮
আন্তর্জাতিক সময় ডেস্ক

ভারতে কৃষি আইনের প্রতিবাদে চলমান আন্দোলনে যোগ দেয়া এক শিখ পুরোহিত আত্মহত্যা করেছেন। হরিয়ানার গুরুদুয়ারার পুরোহিত বাবা রাম সিং বুধবার সন্ধ্যায় নিজেই নিজেকে গুলি করেন। পরে, বিকেল সাড়ে চারটার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পানিপথের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।
আনন্দবাজর পত্রিকা জানায়, কৃষি আইন বাতিলের প্রতিবাদে গত ২১ দিন ধরে চলা আন্দোলনে যোগ দেন বাবা রাম সিং। কুন্দির দিল্লি-সনিপাত সীমান্তে অবস্থান করছিলেন ৬৫ বছরের রাম সিং। কৃষকদের আন্দোলনের উৎসভূমি সিঙ্গু সীমান্তের দুই কিলোমিটারের মধ্যেই অবস্থান ছিল রাম সিংয়ের।
দিল্লি শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির চেয়ারম্যান মনজিন্দর সিংহ সিরসা জানান, কৃষকদের দুর্দশা সহ্য করতে না পেরেই রাম সিং আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার আগে রাম সিং তার ক্ষোভের কথা লিখে গেছেন। তিনি লিখেছেন, ‘আমার মন ব্যথিত। কৃষকদের উপর জুলুমের এটাই আমার প্রতিবাদ। কেউ নিজের পুরস্কার ত্যাগ করেছে। আমি নিজের জীবন ত্যাগ করলাম।’
রাম সিংয়ের অনুসারীরা জানিয়েছেন, শুক্রবার কারানলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এদিকে রাম সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধীদলগুলোর নেতারা। এরমধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তবে রাম সিংয়ের মৃত্যু নিয়ে হরিয়ানা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়া হয়নি।