বাংলার সময় জুয়েল হত্যা: আরও একজন গ্রেফতার
১৫-১২-২০২০, ১৫:৪২
মোফাখখারুল ইসলাম মজনু

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনিতে জুয়েল হত্যা মামলায় আয়নাল (২৮) নামে আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আয়নাল পাটগ্রাম পৌরসভার রসুলপুর গ্রামের আনসার আলীর ছেলে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) তাকে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ধার্মিক ছিলেন জুয়েল। তিনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেন। গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয় পাটগ্রাম থানায়। পরে মামলা হস্তান্তর করা হয় ডিবিতে।