বাংলার সময় প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ছবি তুলে ব্লাকমেইল, গ্রেফতার ৮
১৩-১২-২০২০, ২৩:৪২
মফিজুর রহমান রিপন

নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে বিবস্ত্র করে ছবি তুলে প্রতারণার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া জানান রোববার (১৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শহরের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার মধু গুড়নই গ্রামের ইউসুফ শেখের ছেলে বাহাদুর শেখ (৩৮),চকবাড়িয়া বাউস্থাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৫), কাশিয়াপাড়া গ্রামের আজিজুল হাকিমের ছেলে আল আমিন (৩০),সদর উপজেলার বাচাড়ীগ্রাম সোনার পাড়ার ইসমাইল হোসেনের ছেলে এনামুল হক(৩৮) ও মান্দা উপজেলার জামদই গ্রামের আজির মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম (২২)।
গ্রেফতারকৃত অন্য তিনজন নারী। তাদের বয়স ২৩ থেকে ৩৮ বছর।
পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতরা মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে বিবস্ত্র করে ছবি তুলে রাখেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। গত ১২ ডিসেম্বর তারা নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে নাসির উদ্দিনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ আসে। পরে অভিযান চালিয়ে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার টিটু মিয়ার বাড়ি থেকে তাদের ধরা হয় বলে জানান পুলিশ সুপার।
তিনি বলেন, এছাড়া তাহসিন ইসলাম খান নামে এক ব্যক্তির অভিযোগ অনুযায়ী তার চুরি হওয়া একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চোর সন্দেহে গ্রেফতার করা হয়েছে নওগাঁর মান্দা উপজেলার জামদই গ্রামের আজির মণ্ডলের ছেলে শরিফুল ইসলামকে (২২)।