বাংলার সময় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীতে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল
১৩-১২-২০২০, ২২:২৪
রাজশাহী ব্যুরো

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীতে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।
রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কুমারপাড়া এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।
এতে মোমবাতি জ্বালিয়ে মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রাজশাহী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের বিচার দাবি করা হয়।