খেলার সময় মৌলভীবাজারে বঙ্গবন্ধু সিপিএএম টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ক্রিক ফাইটার্স
০৪-১২-২০২০, ২২:৩৫
শাহ্ অলিদুর রহমান

করোনার দীর্ঘ বন্ধের পর বঙ্গবন্ধু সিপিএএম টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর মধ্য দিয়ে আবারো জমে উঠলো মৌলভীবাজার স্টেডিয়াম। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ক্রিক ফাইটার্স ও শাহ মোস্তফা লিজেন্ডস দলের মধ্যে অনুষ্ঠিত সমাপনী খেলায় ক্রিক ফাইটার্স ১০৮ রানে বিজয়ী হয়েছে।
টসে জিতে ব্যাট করতে মাঠে নামে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৭ রান করে ক্রিক ফাইটার্স। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া শাহ্ মোস্তফা লিজেন্ডস ৯ উইকেটে ৮০ রান তুলতে সক্ষম হয়।
ক্রিক ফাইটার্স দলের হানজালাল ৩০ বলে সর্বোচ্চ ৫৮ রান সংগ্রহ করে ম্যাচসেরা হন।
দীর্ঘদিন পর মৌলভীবাজার বঙ্গবন্ধু সিপিএএম টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্টিত হওয়াতে দর্শকরা যেমন আনন্দিত তেমনি সন্তুষ্ট আয়োজকরাও। এ ব্যাপারে ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার সদরের সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম জানান, স্থানীয় পর্যায়ে উঠতি খেলোয়ারদের মেধা বিকাশের জন্য এসব খেলার আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকের এ ফাইনাল খেলা। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তৃণমূল পর্যায়ে এদেরকে কোন সহায়তা করা হচ্ছেনা। যদি সহায়তা দেয়া হয়। তাহলে নিশ্চিত করে বলা যায়, ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।