খেলার সময় অবশেষে করোনাকে হারালেন সুয়ারেজ
০৪-১২-২০২০, ২১:৩১
খেলার সময় ডেস্ক

অবশেষে করোনামুক্ত হলেন অ্যাতলেটিকো মাদ্রিদের উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বৃহস্পতিবার সকালে টেস্ট শেষে নেগেটিভ রিপোর্ট আসে তার।
ফলে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
লা লিগায় আগামীকাল রাতে রিয়াল ভায়দোলিদের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। সে ম্যাচের স্কোয়াডে এরইমধ্যে ফেরানো হয়েছে সুয়ারেজকে।
উরুগুয়ের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর ২ সপ্তাহ কোয়ারেন্টিনে ছিলেন তিনি। তবে এসময় দলের বাইরে থাকলেও, ঠিকই অনুশীলন চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন তিনি।
সুয়ারেজকে ছাড়াই লা লিগায় বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেছে অ্যাতলেটিকো। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ এবং লোকোমোটিভ মস্কোর বিপক্ষে খেলেছে তারা। এই ৪ ম্যাচে মাত্র ৩ গোল করতে সক্ষম হয় দিয়েগো সিমিওনে বাহিনী। সুয়ারেজ ফেরায় আবারো প্রতিপক্ষের জাল খুঁজে পাবে তার দল, সেই প্রত্যাশা করতেই পারেন সিমিওনে।
লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত টেবিলের ২-এ আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।