খেলার সময় ক্রিকেটার করোনা পজিটিভ, স্থগিত ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
০৪-১২-২০২০, ১৯:৫৫
খেলার সময় ডেস্ক

আবারো করোনার হানা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে শুরুর কিছু সময় আগে এক প্রোটিয়া ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। যার জন্য কেপটাউনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি স্থগিত করা হয়েছে।
মাঠের খেলায় ইংল্যান্ডের কাছে পাত্তাই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। মাঠের বাইরেও খুব একটা স্বস্তিতে নেই প্রোটিয়ারা। সিরিজ শুরুর আগে গেল মাসে দু'জন ক্রিকেটারের কোভিড শনাক্ত হয়।
এবার ওয়ানডে সিরিজের আগে বৃহস্পতিবার করা টেস্টে আরও একজন ক্রিকেটারের আক্রান্তের খবর আসে। টসের জন্য ধারাভাষ্যকার মাঠে গেলেও উপস্থিত ছিলেন না কোনো দলের অধিনায়ক। পরে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওসে প্রথম ওয়ানডে স্থগিত করা হয়েছে।
শুক্রবার আবারো দু'দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। নতুন কোনো শনাক্তের খবর না আসলে, সূচি অনুযায়ী আগামী রোববার পার্লে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আর স্থগিত হওয়া ম্যাচটি হবে সোমবার।
প্রায় তিন সপ্তাহ দক্ষিণ আফ্রিকায় অবস্থান করলেও এখনো ইংল্যান্ডের কোনো ক্রিকেটার কোভিডে আক্রান্ত হন নি। এর আগে গেল মাসের মাঝামাঝি ক্যাম্প শুরু হবার পর, দু'জন প্রোটিয়া ক্রিকেটার করোনা আক্রান্ত হন।