মহানগর সময় যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শ্বশুর পলাতক
০৪-১২-২০২০, ১৫:১৯
মহানগর সময় ডেস্ক

ময়মনসিংহে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর আটক করা হয়েছে শ্বাশুড়িকে। তবে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী ও শ্বশুর।
স্বজনদের অভিযোগ, কিছুদিন ধরে ঈশ্বরগঞ্জের চর পুবাইলে গৃহবধূ তাসলিমাকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী সোহেল মিয়া। বাবার বাড়ি থেকে টাকা আনতে রাজি না হওয়ায় প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া হতো।
এরই জেরে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে তাসলিমাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে শ্বশুর বাড়ির লোকজন। পরে স্ট্রোক করে মারা গেছে জানানো হয়। সকালে জানাজার আগে তাসলিমার গলায় আঘাতের চিহ্ন দেখতে পান তার স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।