খেলার সময় ‘ভালো একটা ম্যাচ খেলুক বাংলাদেশ’
০৪-১২-২০২০, ০২:২৩
ফারজানা মুমু

বিজয়ের মাসে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে কাতারের বিপক্ষে সম্মানজনক একটা ফলাফল নিয়ে আসবে বাংলাদেশ। এমনটি মনে করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
এদিকে, বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি মনে করেন, বাংলাদেশ যথেষ্ট প্রস্তুত। তারপরও তাদের জন্য কাতার ম্যাচে অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ।
নেপালের বিপক্ষে ঘরের মাটিতে জয় আর ড্র বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে বাংলাদেশকে। যদিও পরে কাতারের মাটিতে দুটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারতে হয়েছে লাল সবুজদের। কিন্তু তাতে কি থেমে গেছে যুদ্ধের প্রস্তুতি? বরং আরো শক্ত-হাতে প্রস্তুতি নিয়ে কাতারের বিপক্ষে মাঠে নামার অঙ্গীকার জেমি ডে'র শিষ্যদের। তাইতো বাফুফের সিনিয়র সহ-সভাপতির কণ্ঠে এই আশার বাণী। সাবেক এই ফুটবলারের মতে, বিজয়ের এ মাসে সর্বোচ্চটা উজাড় করে দিয়ে সম্মানজনক এক ফলাফল আনবে বাংলাদেশ।
এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, বিজয়ের এ মাসে বাংলাদেশ দল তাদের সর্বোচ্চটা উজাড় করে দেবে এবং সম্মানজনক এক ফলাফল পাবে। তারা কাতারের মাটিতে নিজেদের প্রমাণ করবে।
এদিকে, বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি মনে করেন, বাংলাদেশ যতই প্রস্তুত হোক না কেন, কাতার ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ।
তিনি বলেন, কাতার এশিয়ার মধ্যে সেরা দল। প্রতিপক্ষ হিসেবে তাদেরকে আটকানো কঠিন। বাংলাদেশ সম্প্রতি নেপালের বিপক্ষে ভালো পারফরম্যান্স করেছে। এই কয়দিন ভালো প্রস্তুতি নিয়েছে তারা। মানসিকভাবেও প্রস্তুত আছে দল। তবে, নিঃসন্দেহে কাতারের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
ফিফা র্যাংকিং থেকে শুরু করে ইতিহাস ঐতিহ্য কিংবা পরিসংখ্যান সব দিক থেকেই এগিয়ে কাতার। তাই দিনশেষে জয় নয়, বরং ভালো একটা ম্যাচ খেলুক বাংলাদেশ এমনটাই চান ফুটবল সংশ্লিষ্টরা।