খেলার সময় কাতার-বাংলাদেশ ম্যাচ নিয়ে উৎসাহী প্রবাসীরা
০৩-১২-২০২০, ১৮:১৮
আনোয়ার হোসেন মামুন

কাতার-বাংলাদেশ ফুটবল ম্যাচ নিয়ে ব্যাপক উৎসাহ কাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। খেলা দেখতে মুখিয়ে আছেন তারা। সম্মানজনক একটা খেলা উপহার দেবে বাংলাদেশ এমনটাই আশা করেন প্রবাসীরা।
বিশ্বকাপ ২০২২ সালের প্রাক বাছাই পর্বে কাতারের বিপক্ষে ফুটবল ম্যাচে অংশ নিতে বেশ কয়েক দিন ধরেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। শুক্রবার (৪ ডিসেম্বর) কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ নিয়ে উৎসাহ কাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও।
কর্মসূত্রে কাতারে অবস্থান করছেন ৪ লাখের বেশি বাংলাদেশি। বাংলাদেশ ফুটবল দল কাতারে খেলতে এসেছে এটি যেন তাদের কাছে পরম পাওয়া। বাংলাদেশি কমিউনিটির নেতারা বলছেন, বাংলাদেশ সম্মানজনক একটা খেলা উপহার দেবে এমনটাই প্রত্যাশা সবার।
প্রবাসী বাংলাদেশিরা বলেন, আমরা চাই বাংলাদেশ ফুটবল টিম সম্মানজনক একটা ম্যাচ খেলা খেলে আমাদের উৎসাহী করবে।
‘বাংলাদেশ ন্যাশনাল টিম আমাদের একটি ভালো খেলা উপহার দেবে। আমরা ৪ লাখ প্রবাসী বাংলাদেশি এ খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’
কাতারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে বসে সরাসরি উপভোগ করতে পারবেন দুই হাজারের বেশি স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি দর্শক।