খেলার সময় রোনালদোর লক্ষ্য ৮০০ গোল!
০৩-১২-২০২০, ০৫:১৬
খেলার সময় ডেস্ক

মাত্রই ক্যারিয়ারের ৭৫০ তম গোলটি আদায় করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তার লক্ষ্য, ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করা!
ডায়নামো কিয়েভের বিপক্ষে ম্যাচে গোলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সময়ের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার।
এক পোস্টে তিনি লিখেছেন, ‘৭৫০ গোল, ৭৫০টি সুখী মুহূর্ত, সমর্থকদের মুখে ৭৫০ বার ফোটা হাসি। যেসব কোচ এবং খেলোয়াড়রা আমাকে একটি মুগ্ধ করা মাইলফলকে পৌঁছুতে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমার কঠিন সব প্রতিপক্ষকে, যারা আমাকে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যেতে উৎসাহ জুগিয়েছেন। সবকিছুর উপরে, ধন্যবাদ আমার পরিবারকে, যারা আমার ভালো এবং খারাপ, সবসময়ই পাশে ছিলেন। পরবর্তী গন্তব্য, ৮০০ গোল! লেটস গো..’
চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে ম্যাচের ২য় গোলটি করেন সিআরসেভেন। য়্যুভেন্তাসের হয়ে এটি তার ৭৫তম গোল। আর ক্যারিয়ারের ৭৫০তম!
ম্যাচের ৫৭ মিনিটে গোল করেন রন। আলভারো মোরাতার নেয়া শট ফাঁকায় পেয়ে জালে জড়িয়ে দেন ক্রিস্টিয়ানো। দলও পায় জয়।
চলতি মৌসুমে এটি রোনালদোর ১০ম গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে ২য়। এর আগে ফেরেঙ্কভারোসের বিপক্ষে গোল করেন তিনি।
২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর থেকে, এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ১০২টি গোল করেছেন রন।
ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও গোলের সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। করেন ১১৮টি গোল।
তবে তার সেরা সাফল্য স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। মাদ্রিদিস্তাদের হয়ে তার গোল ৪৫০টি। যেটি তাকে বসিয়েছে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসরে।
২০১৮ সালে য়্যুভেন্তাসে যোগ দেয়ার পর থেকে ক্লাবটির হয়ে তার গোল সংখ্যা পৌঁছুলো এখন ৭৫-এ।
বর্তমান সময়ের ফুটবলারদের মধ্যে ৫০০+ গোলের মাইলফলক স্পর্শ করা ৪ জন ফুটবলারের মধ্যে একজন রোনালদো। অন্যরা হলেন, লিওনেল মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ এবং রবার্ট লেওয়ানডস্কি। এরমধ্যে মেসি এবং রোনালদো দু'জনই পা রেখেছেন ৭০০+ গোলের ঘরে।
এই এক গোলের কল্যাণে রোনালদো আরো কাছাকাছি পৌঁছে গেছেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার পেলের। স্বীকৃত ম্যাচে পেলের গোলসংখ্যা ৭৫৭টি। তাকে পেছনে ফেলতে রোনালদোর দরকার আর মাত্র ৮ গোল!