আন্তর্জাতিক সময় জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ায় নিহত ৪, আহত ১৫
০১-১২-২০২০, ২০:১৫
আন্তর্জাতিক সময় ডেস্ক

জার্মানির জনসমাগম স্থানে গাড়ি চাপায় অন্তত চারজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
স্থানীয় সময় মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকালে ট্রিয়ার অঞ্চলে পথচারীদের উপর ওঠে যায় একটি দ্রুতগামী গাড়ি। এতে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি, উদ্দেশ্যমূলক হামলা খতিয়ে দেখছে পুলিশ।
জার্মান গণমাধ্যমগুলি বলছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। গাড়িটিকেও জব্দ করা হয়েছে। এটি সন্ত্রাসী হামলা নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হতে পারেনি স্থানীয় প্রশাসন।
এদিকে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনার পর পুরো এলাকা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।