বাংলার সময় শিয়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
০১-১২-২০২০, ১৩:০৭
মাহফুজ মামুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে আলমডাঙ্গা মুন্সিগঞ্জ সোনাতনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লাশ মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা আছে।
নিহত ইব্রাহিম আলি আলমডাঙ্গা উপজেলার বড়গাংনি গ্রামের মাদ্রাসাপাড়ার সিদ্দীক আলির ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ইব্রাহিম তার ভাগনে নাজমুলকে রাখতে মোটরসাইকেলে মুন্সিগঞ্জ রেলস্টেশনে আসছিলেন। পথিমধ্যে সোনাতনপুর গ্রামে পৌঁছালে একটি শেয়াল সামনে আসলে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান। আহত অবস্থায় নাজমুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আলমডাঙ্গা বড়গাংনি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।