বাণিজ্য সময় ব্যাংকিং সেবা বাড়াতে সেলফিন অ্যাপ চালু করল ইসলামী ব্যাংক
০১-১২-২০২০, ০৬:৪৭
বাণিজ্য সময় ডেস্ক

তৃতীয় প্রজন্মের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম সেলফিন অ্যাপ চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সোমবার (৩০ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অ্যাপটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান।
‘ব্যাংকিং অ্যান্ড বেয়ন্ড’ এই স্লোগানে নতুন এই অ্যাপে ব্যাংকিংসহ অন্যান্য সব আর্থিক সেবা অন্তর্ভুক্ত করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। অনুষ্ঠানে জানানো হয়, তাৎক্ষণিক ভিসা কার্ড ইস্যু, ব্রাঞ্চ ছাড়াই ই-কেওয়াইসিভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইএফটি এবং এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে কিংবা কার্ডে সরাসরি টাকা পাঠানোর মতো সেবা মিলবে সেলফিন অ্যাপে। এ ছাড়া অ্যাপের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি প্রদান ও গ্রহণ, কার্ড ছাড়াই এটিএম থেকে ক্যাশ আউট, এমক্যাশ ট্রান্সফার, ক্যাশ বাই কোডের মাধ্যমে হিসাববিহীন ব্যক্তিকে টাকা পাঠানোর মতো সুবিধাও পাবেন গ্রাহকরা। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনও বাংলাদেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র দিয়ে স্মার্টফোনের মাধ্যমে তাৎক্ষণিক সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন।