বাংলার সময় বাছুরটির ৫ পা!
০১-১২-২০২০, ০০:১২
বাংলার সময় ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ীতে পাঁচ পায়ের একটি গরু বাছুরের জন্ম হয়েছে। মাস খানে আগে উপজেলার আওনা ইউনিয়নের ঘুইঞ্চা চর এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাহফুজুর রহমানের একটি গাভী এ বাছুর জন্ম দেয়। বাছুরটি সুস্থ আছে।
এলাকাবাসী জানায়, বিরল বাছুরটি দেখতে আশপাশের গ্রাম থেকেও লোকজন আসে। স্বাভাবিক চারটি পায়ের সঙ্গে সমান তালে বেড়ে উঠছে পিঠের উপরের পাটিও।
বাছুরটির মালিক মাহফুজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমার দেশি গাভীটি পাঁচ পায়ের ওই বাছুরের জন্ম দেয়। জন্মের পর থেকেই বাছুরটিকে নিয়ে খুবই চিন্তা করেছিলাম বাঁচবে না মরবে। কিন্তু এখন আর সে চিন্তা নেই। অন্য বাছুরের সঙ্গে দৌঁড়ে বেড়াচ্ছে সমান তালে। কোনও সমস্যা নেই তার।