বাংলার সময় দুই মাসেও সন্ধান মেলেনি আফরোজার
৩০-১১-২০২০, ১৭:০৬
সাকির হোসেন বাদল

নীলফামারী সোনারায় অপহৃত সপ্তম শ্রেণীর ছাত্রী দিল আফরোজার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় দ্রুত মেয়েকে উদ্ধার করে জড়িতদের গ্রেফতার দাবি করেন তার বাবা-মা।
এ সময় আফরোজার মা ছামিনা বেগম, বাবা দেলোয়ার হোসেন, চাচি পারভীন আকতার, চাচা নুর ইসলাম উপস্থিত ছিলেন।
বাবা দেলোয়ার হোসেন বলেন, গেল ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় অপহৃত হন আফরোজা। একই ইউনিয়নের হাজীপাড়া এলাকার দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও আলমগীর ইসলাম অপহরণের ঘটনায় জড়িত। এ নিয়ে মামলা হলেও আজো কোনো খবর পাওয়া যায়নি মেয়েটির। তিনি অভিযোগ করেন, ঘটনায় জড়িতরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন মামলা তুলে নিতে।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, মেয়েটিকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। এনিয়ে অভিযানও চালানো হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় এগোনো হচ্ছে।