বাংলার সময় বানরের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন
৩০-১১-২০২০, ১৬:৪৩
সঞ্জয় কর্মকার অভিজিৎ

মাদারীপুরে বানরের অত্যাচার থেকে বাঁচতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে এলাকার শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ এতে অংশ নেন।
এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, চরমুগরিয়া, খাগদী, থানতলী ও পাকদী এলাকায় ক্রমেই বানরের উৎপাত বেড়েই চলছে। বনবিভাগের উদাসীনতায় খাবার পাচ্ছে না ওই এলাকার প্রায় ২ হাজার বানর।
এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, চরমুগরিয়া, খাগদী, থানতলী ও পাকদী এলাকায় ক্রমেই বানরের উৎপাত বেড়েই চলছে। বনবিভাগের উদাসীনতায় খাবার পাচ্ছে না ওই এলাকার প্রায় ২ হাজার বানর।
এতে লোকালয়ে প্রবেশ করছে গেছো এই প্রাণী। প্রতিনিয়ত মানুষের বাসা-বাড়িতে হানা দিয়ে ছিনিয়ে নিচ্ছে মানুষের খাবার। ফলে অতিষ্ঠ হয়ে উঠছে স্থানীয়রা। বানরের হাত থেকে বাঁচতে ও বানরের পর্যাপ্ত খাবার বরাদ্দের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।