খেলার সময় ঝিনাইদহে আন্তউপজেলা ভলিবল টুর্নামেন্ট শুরু
৩০-১১-২০২০, ১৩:৪৭
খেলার সময় ডেস্ক
মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে আন্তউপজেলা ভলিবল টুর্নামেন্ট। রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপজেলা দল। নির্ধারিত খেলায় ঝিনাইদহ সদর উপজেলাকে ২-০ সেটে পরাজিত করে শৈলকূপা উপজেলা। ৬ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহের ৬ উপজেলার ৬টি ভলিবল দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিরা।