খেলার সময় ২ গোল পিছিয়ে থেকেও ম্যানইউর জয়
৩০-১১-২০২০, ১৩:৪৫
খেলার সময় ডেস্ক

সেইন্ট ম্যারি স্টেডিয়ামে অভাবনীয় প্রত্যাবর্তন ম্যানচেস্টার ইউনাইটেডের। এডিনসন কাভানির জোড়া গোলে দুই গোলে পিছিয়ে গিয়েও জয় তুলে নিল রেড ডেভিলরা। সাউদাম্পটনকে তারা হারিয়েছে ৩-২ ব্যবধানে।
সোলশায়ার যুগে ফিরে এলো ফার্গি টাইম। ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে এডিনসন কাভানির গোল। দুই গোলে পিছিয়ে পড়া দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিলেন এল মাতাদর-এডিনসন কাভানি।
এর আগে সেইন্ট ম্যারি স্টেডিয়ামে টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামে রেড ডেভিলরা। প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করে শুরু হয় ম্যাচ।
দেড় যুগ সেইন্ট ম্যারিতে কোনো ম্যাচ হারেনি ম্যান ইউনাইটেড। তবে তাদের শুরুটা হয় নড়বড়ে। গ্রিনউড-রাশফোর্ডদের চেষ্টাগুলো বৃথা গেছে। তবে সুযোগগুলো কাজে লাগিয়েছে স্বাগতিকরা। ২৩ মিনিটে ইয়ান বেডনারেকের গোলে লিড পায় সেইন্টস।
প্রথমার্ধেই নিজেদের লিড বাড়ায় সাউদাম্পটন। ৩৩ মিনিটে জেমস ওয়ার্ড দলের হয়ে করেন দ্বিতীয় গোল।
দুই গোলে পিছিয়ে থাকা ইউনাইটেড দ্বিতীয়ার্ধের শুরুতে করে আনে দুটি পরিবর্তন। চোট পাওয়া ডেভিড ডে হেয়ার পরিবর্তে নামেন ডিন হেন্ডারসন। আর গ্রিনউডের বদলি এডিনসন কাভানি।
মাঠে নেমেই সরাসরি কাভানির ইমপ্যাক্ট। ৫৯ মিনিটে তার অ্যাসিস্টেই ব্রুনো ফার্নান্দেজের গোল।
সমতা আনতে বারবার আক্রমণে যায় রেড ডেভিলরা। সফলতা আসে ৭৪ মিনিটে। এবার নিজেই গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি।
আর যোগ করা সময়ে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের দ্বিতীয় গোলে, প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলের প্রথম দল হিসেবে টানা ৪ অ্যাওয়ে ম্যাচ পিছিয়ে থেকেও জয় তুলে নেয় সোলশায়ার বাহিনী।