খেলার সময় সোমবার খুলনার বিপক্ষে মাঠে নামছে ঢাকা
৩০-১১-২০২০, ১২:৩৬
খেলার সময় ডেস্ক

দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনার বিপক্ষে মাঠে নামবে মুশফিকের বেক্সিমকো ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায়।
পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত একই অবস্থা দুদলের। ৩ ম্যাচে ১ জয় খুলনার। শেষ ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৮৬ রানে অলআউট হয়েছে তারা। প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে পারছে না মাহমুদউল্লাহ-সাকিবরা। তবে নিজেদের প্রথম ম্যাচে বরিশালকে চার উইকেটে হারিয়ে শুভসূচনা করেছিল খুলনা। যদিও পরের দুই ম্যাচ হেরে ব্যাকফুটে রুপসা পারের দলটি।
অন্যদিকে টুর্নামেন্টে এখনও জয়ের স্বাদ পায়নি ঢাকা। প্রথম ম্যাচে ৮৮ রানে অলআউট হওয়া দলটা দ্বিতীয় ম্যাচে হেরেছে মাত্র ২ রানে। প্রতিপক্ষের ডাগআউটে সাকিব-মাহমুদউল্লাহ থাকায় কিছুটা স্নায়ুচাপ আছে মুশফিকের ঢাকা। তবে এখনও আইকন সুলভ পারফরম্যান্স উপহার দিতে পারেননি তারা। তারপরও ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ের জন্য শতভাগ প্রস্তুত মুশফিক বাহিনী।