বাংলার সময় সিলেটে পাবলিক টয়লেট উদ্বোধন করলেন মেয়র
৩০-১১-২০২০, ০১:২৯
ইকরামুল কবির

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পাবলিক টয়লেটের উদ্বোধন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (২৯ নভেম্বর ২০২০) পাবলিক টয়লেট-এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
হাসপাতালে আসা যেকোন রোগী বা রোগীর স্বজনদের প্রয়োজনে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই পাবলিক টয়লেটটি স্থাপন করা হয়েছে। এতে গোসলখানা, অযুখানা, টয়লেট ইত্যাদি সুবিধা রয়েছে।