আন্তর্জাতিক সময় করোনার তৃতীয় ঢেউয়ের মুখে আয়ারল্যান্ড
২৯-১১-২০২০, ১৩:৩১
সৈয়দ জুয়েল

ছয় সপ্তাহের লকডাউন শেষে আগামী পয়লা ডিসেম্বর থেকে তৃতীয় ধাপের নিয়মের আওতায় আসছে আয়ারল্যান্ড। তবে স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে -আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
করোনার মেঘ কাটেনি, মাঝে একটু আলোর দেখা পেলেও আবারও ঘন কালো মেঘে থমকে যায় স্বাভাবিক জীবনের চলার গতি। প্রায় ছ সপ্তাহ লকডাউন শেষে আগামী ১লা ডিসেম্বর থেকে কিছুটা শিথিল আকারে তৃতীয় ধাপের নিয়মের আওতায় আাসার ঘোষণা দিল আইরিশ সরকার।
এতদিন এক পরিবার আরেক পরিবারের বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো। এবার তৃতীয় ধাপে শুধু একটি পরিবারই আরেকটি পরিবারের বাড়িতে যেতে পারবে। রেস্তোরাঁগুলো খুললেও রয়েছে কঠিন কিছু নিয়ম।
লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিভাগের রয়েছে কড়া হুঁশিয়ারি। ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে আবারও ভয়াবহ ভাবে ছোবল দিতে পারে করোনা, তাই স্বস্তিতে নেই প্রবাসী বাংলাদেশিরাও। লকডাউন শিথিল মানেই জীবন স্বাভাবিক হওয়া নয়, তাই সামনের বড় দিন ও তীব্র শীতে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শও তাদের।
এদিকে আগামী ১৮ ডিসেম্বর থেকে নিজ কাউন্টি থেকে অন্য কাউন্টিতেও ভ্রমণ করা যাবে বলে জানিয়েছে আইরিশ সরকার।