বাংলার সময় মৌলভীবাজারে তৃতীয় লিঙ্গের একজনের লাশ উদ্ধার
২৯-১১-২০২০, ০১:১৮
শাহ অলিদুর রহমান

মৌলভীবাজার শহরের মনুব্রীজ দক্ষিণ পাশ থেকে অঞ্জনা নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক জনের লাশ পুলিশ উদ্ধার করছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার (২৮ নভেম্বর) রাত প্রায় সাড়ে দশটার দিকে মৌলভীবাজার শহরতলির মনুব্রিজ দক্ষিণ পাশে মূল সড়কের উপর তৃতীয় লিঙ্গের অঞ্জনা নামের একজনের মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখা যায়। ব্রিজের পাশের লোকজন বিষয়টি মৌলভীবাজার মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মারা যাওয়া অঞ্জনার মাথার একপাশ থেঁতলানো ছিলো। ময়না তদন্তের জন্য রাতেই লাশটি মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াসনিুল হক ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে জানিয়েছেন।
তবে ব্রিজের পাশের একাধিক ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে মনুব্রিজে তৃতীয় লিঙ্গের এরা চালকদের কাছে টাকা-পয়সা দাবি করে গাড়ি আটকাতও। হয়তো বা আজও কোন গাড়ির চালকের গাড়ি আটকাতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে সে মারা গেছে।