খেলার সময় অবশেষে ইপিএলে জয় পেল ম্যানসিটি
২৯-১১-২০২০, ০১:০৬
খেলার সময় ডেস্ক

নিজেদের মাঠ এতিহাদ স্টেডিয়ামে বার্নলির মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। ইপিএলে দুই ম্যাচ জয়হীন থাকার পর, ছন্দে ফিরেছে সিটিজেনরা। গার্দিওলার দল পেয়েছে বড় জয়।
বার্নলির বিপক্ষে সিটির গোল উৎসবের শুরুটা করেন রিয়াদ মাহরেজ, ম্যাচের ৬ মিনিটে। ২২ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন এই আলজেরিয়ান উইঙ্গার।
ম্যানসিটির অলআউট ফুটবলের কোনো জবাবই দিতে পারেনি বার্নলি। বিরতিতে যাবার আগেই ব্যবধান ৩-০ করে স্বাগতিকরা। কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে এবার স্কোর শিটে নাম তোলেন বেঞ্জামিন মেন্ডি।
দ্বিতীয়ার্ধ্বেও একই ঢংয়ে খেলতে থাকে গার্দিওলার দল। আক্রমণাত্মক ফুটবল খেলা দলটা ৬৬ মিনিটে আবারো ব্যবধান বাড়ায়। এবার গোলদাতা ফেরান তোরেস।
পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মাহরেজ ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ৬ বছর পর, আফ্রিকার কোনো ফুটবলার হিসেবে ইপিএলে হ্যাটট্রিক করলেন মাহরেজ।
৭৬ মিনিটে আরেক গোল করেন সিটির গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু VAR এ অফসাইড দেখালে গোলটি বাতিল করেন দেন রেফারি।
এরপরও গোলের জন্য বেশ কয়েকবার চেষ্টা চালায় গার্দিওলার দল। কিন্তু সেগুলোতে আর সফলতা আসেনি। ফলে ৫-০ গোলের জয় পায় ম্যানচেস্টার সিটি।
৯ ম্যাচ শেষে ৪ জয় পেয়েছেন সিটিজেনরা। ১৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ৮ম স্থানে।