বাংলার সময় মৌলভীবাজারে ‘চশমা পরা’ হনুমান উদ্ধার
২৮-১১-২০২০, ২১:২৪
ওয়েব ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জের ভাষানীগাঁও গ্রামে একটি চশমা পরা হনুমান আটক ক‘রেছে এলাকাবাসী। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি বিভাগ হনুমানটিকে উদ্ধার করে।
জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে হনুমানটি লোকালয়ে চলে আসে। এসময় সিরাজ মিয়া নামে এক ব্যক্তি হনুমানটিকে দেখে। পরে তিনি এলাকাবাসীর সহযোগিতায় হনুমানটি আটক করে বাড়িতে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে শনিবার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি বিভাগের কমলগঞ্জের লাউয়াছড়া রেঞ্জের লোকজন ভাষানীগাঁও এলাকায় যান। সেখান থেকে বিকেলে চশমা পড়া হনুমানটি উদ্ধার করে নিয়ে যান।
বন্যপ্রাণী বিভাগের অফিস কর্মকর্তা সালেহ আহমদ জানিয়েছেন, শনিবার বিকেলে হনুমানটি উদ্ধার করা হয়েছে। হনুমানটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
উল্লেখ, হনুমানটির চোখের দুপাশ চশমার মতো সাদা রঙ্গে আবৃত। এতেই এটিকে চশমা পড়া হনুমান হিসাবে চিহ্নিত করা হয়।